• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

জেলাঃ নারায়ণগঞ্জ, উপজেলাঃ রূপগঞ্জ।

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ মুজিববর্ষের ঘর, মুড়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, মুড়াপাড়া ইউনিয়ন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

 ১. উপকারভোগীর বর্ণনাঃ রুনা, স্বামীঃ মৃত শুক্কুর মাহমুদ, একমাত্র ছেলেঃ মোঃ কাদের হোসেন।

২. উপকারভোগীর পূর্বের অবস্থায় কেমন ছিলেনঃ ২০১০ সালে রুনা তার স্বামীকে হারান। স্বামীকে হারানোর পর তার পরিবারের রক্ষনাবেক্ষনের দায়িত্ব এসে পরে রুনার ওপর। রুনার থাকার নিজস্ব কোন ঘর ছিলনা। তিনি আশ্রয় নেন অন্যের ঘরে তার সন্তানদের নিয়ে। পরবর্তীতে জীবিকা নির্বাহ করার জন্য ফেরি করে কাপড় বিক্রি করতে শুরু করেন। অভাব অনটনের মধ্যে দিয়ে দিন যাপিত করতেন। অন্যের বাড়ির বারান্দায়, রান্নার ঘরেও মাঝে মাঝে রাত যাপন করেছেন।

৩. উপকারভোগীকে বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্যঃ মুড়াপাড়া বাজারের সংলগ্ন ও উপজেলার নিকটবর্তী হওয়ায় বরাদ্দকৃত ০২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা। সেমিপাকা ঘরসহ বর্তমান বাজার মূল্য প্রায় ১৭,০০,০০০/- লক্ষ টাকা।

৪ .উপকারভোগীর বর্তমান অবস্থাঃ  মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ০২ শতাংশ ভূমিসহ সেমিপাকা বাড়ি পেয়ে দারুন খুশি ভূমিহীন ও গৃহহীন রুনা। বর্তমানে রুনার আর অন্যের ঘরের বারান্দায় রাত যাপন করতে হয় না। বর্তমানে তিনি নিজের ঘরে থাকেন। তার সন্তান এখন একটি কোম্পানিতে কাজ করেন। এখন তারা স্বাবলম্বী। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার দীর্ঘায়ু কামনা করেন।