• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ রূপগঞ্জ
  • পৌরসভা/ইউনিয়নঃ মুড়াপাড়া

প্রকৃতি যখন নিজস্ব সম্ভারে উচ্ছ্বাসিত তারাও আনন্দিত যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয় অধীনস্থ একটি উন্নয়ন প্রকল্প আশ্রয়ন-২  প্রকল্প  যার মাধ্যমে নির্মাণ করা হয় গৃহহীনদের জন্য বাস স্থান এবং হন উপকারভোগী

তাদের মধ্যে উল্লেখযোগ্য এক উপকারভোগী কথা আজ বর্ণনা করব যিনি ঢাকা বিভাগের, নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ উপজেলার, মুড়াপাড়া ইউনিয়নের এক গৃহহীন দিনমজুর, নামঃ রহিজ উদ্দিন, স্ত্রীঃ রুবি,  দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তার ছোট একটি পরিবার। কিন্তু এই ছোট্ট একটি পরিবারকে নিয়ে থাকার জন্য ছিল না ছোট্ট একটি আবাসস্থল।
তিনি মুড়াপাড়া মায়া  সিনেমা হলের  সামান্য ঝাড়ুদার হিসেবে কাজ করতেন । স্বল্প আয়ের রহিজ উদ্দিন থাকতেন কখনও  সিনেমা হলের বেলকনিতে কখনও বা অর্থের বিনিময়ে অন্যের বাড়িতে । বাড়ি ভাড়া ও নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে রীতি মতো হিমশিম খেতে হতো তার এই ভাবেই খেয়ে না খেয়ে দিন পর করতে থাকেন রহিজ উদ্দিন।

তার এই দুঃসময়টা বেশি দিন স্থায়ীত্ব হয়নি। হঠাৎ ই বদলে যায় তার জীবন যাত্রা । কেননা তিনি তার জীবনের শ্রেষ্ঠতম উপহারটি পান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে । তিনি উপহার হিসেবে পান  আশ্রায়ন-০২ প্রকল্পের ০২(দুই) শতাংশ জমি, সেমি পাকা ঘর, বিদ্যুৎ  ও নিরাপদ পানি  সুব্যবস্থা।
০২( দুই) শতাংশ জমি যার  বর্তমান বাজার মূল্য  ১৫,০০,০০০/-(পনের লক্ষ টাকা)
সেমি পাকা ঘর ও অন্যান্য খরচ সহ আরও ২,০০,০০০( দুই লক্ষ টাকা)
সর্বমোট ১৭,০০,০০০/- ( সতের লক্ষ টাকা) এর গর্বিত মালিক। যার ফলশ্রুতিতে তিনি এখন‌ স্বচ্ছ এবং স্বাবলম্বী । তাই পূর্বের পেশা ছেড়ে দিয়ে তিনি এখন নিজ অর্থায়নে দিয়েছেন ছোট একটি চায়ের দোকান যার মাধ্যমে পূরন করতে পারছেন নিত্য প্রয়োজনীয় চাহিদা । তিনি জানান জননেত্রী শেখ হাসিনার এর অবদান কখনো অস্বীকার করার মতো না । তিনি আরও বলেন আমাদের মত হতদরিদ্রদের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমাদের বার বার দরকার। তিনি অন্তরের অন্তঃস্থলে থেকে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।