• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কক্সবাজার
  • উপজেলাঃ টেকনাফ
  • পৌরসভা/ইউনিয়নঃ হোয়াইক্যং

পূর্বের অবস্থা:   আমি নুর মোস্তফা একজন শারিরীক প্রতিবন্ধী। মাননীয় প্রধামন্ত্রীর উপহার মুজিব বর্ষের ঘর পাওয়ার আগে আমার নিজস্ব বা পৈত্রিক কোন জমি বা ঘর ছিল না । পাড়ার প্রতিবেশীর পরিত্যাক্ত জায়গায় থাকতাম। যেখানে থাকতাম তা ছিল একটি জরাজীর্ণ কুড়ের ঘর। বর্ষার সময় বৃষ্টির পানি পড়ত। ভাঙ্গাভেড়ার ঘেরা। বসবাস করা খুবই কষ্টের ছিল।

ঘটনাচক্র : আমি স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মতো অসহায় ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর প্রদান করবেন। এ বিষয় জানার পর স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে জমিসহ ঘর পাওয়ার আবেদন করি। উপজেলা প্রশাসন আমার অবস্থা দেখেন এবং তথ্য যাচাই পূর্বক আমাকে দুইশতক জমিসহ মাননীয় প্রধানমন্ত্রীর মুজিব শমতর্ষের একটি ঘর উপহার দেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আমি খুবই খুশী । আমরা কখনো ভাবতে পারিনি এমন একটাঘর আমাদের হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশা পূরণ করেছেন। তিনি আমাদের দুঃখের অবস্থা বুঝতে পেরেছেন। আমাদের উন্নত জীবন দিয়েছেন। আমরা মাননীয় প্রধামন্ত্রীর নিকট কৃতজ্ঞ।

বর্তমান অবস্থা: বর্তমানে আমি এলাকাবাসীর সহযোগিতায় আমার বড়ির পাশে ছোট একটি ছোট দোকান দিয়েছি। আমার সামাজিক মর্যাদা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমার স্ত্রী বাড়ির চারিপাশে সবজি লাগায় এবং দেশীয় মুরগী পালন করে। প্রতিদিন ১০ থেকে ১২টি ডিম পাই। নিজেরা খাওয়ার পরও ডিম বিক্রি করে বাড়তি আয় করতে পারি। বর্মমানে আমরা ভালো আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের জন্য দোয়া করছি।