• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ টাঙ্গাইল
  • উপজেলাঃ গোপালপুর

টাঙ্গাইলে ঠিকানাহীন মানুষদের জীবনের গল্প বদলে দিয়েছে আশ্রয়ণ প্রকল্প। যে মানুষগুলি এতোদিন নিরন্তর সংগ্রাম করে গেছেন কেবল বেঁচে থাকার প্রয়াসে সেই মানুষগুলিই এখন হেঁটে চলছেন পরিজনসহ স্বাবলম্বী হবার পথে। সরকারের সহযোগীতা আর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। আর তাতেই প্রতিটি আশ্রয়ণ ঘরের এক চিলতে উঠোন ঘিরে তৈরি হচ্ছে নিত্যনতুন সাফল্যগাঁথা।

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা চা দোকানী নাসিমা। এবার স্বাবলম্বী ক্যাটাগরিতে পেয়েছেন জয়িতা সম্মাননা। কিন্তু তার অতীত জীবন গল্প নিদারুণ করুণ। জন্মের পাঁচ বছরে মারা যায় ভূমিহীন পিতা আর বিয়ের পাঁচ বছরে স্বামীহারা। ঠিকানাহীন হয়ে বেঁচে থাকার তাগিদে শুরু করেন অন্যের বাড়িতে কাজ।আশ্রয়ণ প্রকল্পে ঠিকানা পেয়ে নাসিমার মতন এখানকার ১৯ বান্দিসাই ঘুরে দাঁড়িয়েছেন। প্রকল্পের এক চিলতে উঠোনই এখন তাদের খামারবাড়ি। তৈরি করে নিয়েছেন কর্মসংস্থানের ক্ষেত্র।

উপজেলা প্রশাসন বলছেন আশ্রয়ণে বাসিন্দাদের স্বাবলম্বী করতে নানা ধরণের প্রশিক্ষণ ও সহযোগীতা করে যাচ্ছেন।
জেলা প্রসাশক বলছেন প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইলে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ৬’শ ভূমি ও ঘরহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে