• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ বরুড়া

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরুড়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গৃহহীন, ভূমিহীন অসহায় দুস্থ ৩৭৭ টি পরিবারকে বরুড়া উপজেলা প্রশাসন পূনর্বাসিত করে।  তাদের মধ্যে হালিমা বেগম একজন। তিনি সাবলম্বী হতে প্রতিজ্ঞাবদ্ধ একজন নারী। আজন্ম সংগ্রামী হালিমার জীবনের গল্পটা একটু অন্যরকম। তার জন্ম থেকে শুরু হয়েছে জীবন সংগ্রাম। মেয়ে বলে জন্ম হওয়ায় মা-বাবার অবহেলার শিকার হন তিনি। অর্ধাহারে, অনাহারে হত দরিদ্র বাবার ঘরে এক প্রকার পূষ্টিহীনতায় বেড়ে ওঠে হালিমার জীবন। মা বাবা হালিমাকে বাল্য বিবাহ দিয়ে দেয় ভূমি, গৃহ ও কর্মহীন এক বেকার যুবকের সাথে। তার স্বামী বিভিন্ন সময় মাদকাসক্ত হয়ে তাকে অমানবিক নির্যাতন করতো। এক যুগ সংসারের পর তাদের সুন্দর দুটি সন্তান পৃথিবীতে আসে, এমন সময় তার স্বামী তাকে ফেলে চলে যায়। হলিমা হয় স্বামী পরিত্যাক্তা। কর্মের সন্ধানে ঢাকা, কুমিল্লার বিভিন্ন বস্তিতে থাকার পর এক পর্যায়ে বিশ্বব্যাপি করোনা মহামারী দেখা দিলে সে বাসা ভাড়া পরিশোধ করতে না পেরে বাংলাদেশের বিভিন্ন শহরের রেল ষ্টেশনে অস্থায়ী ভাবে থাকার পর আশ্রয়ণ প্রকল্পে ঘর পায় হালিমা। উপজেলা প্রশাসন তাকে প্রশিক্ষণ প্রদান করেন। সে এখন একজন প্রশিক্ষিত দর্জি । হালিমা এখন অবদান রাখতে চায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার  বাংলাদেশ প্রতিষ্ঠায়।