• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ বরুড়া

বরুড়া উপজেলার   ৩৭৭ টি গৃহের মধ্যে দেওড়া দঃ পাড়ার ৩১ নাম্বার গৃহটি গোপালগঞ্জে জন্ম নেওয়া গৃহহীন মানিক শেখ এর। এখন সে আর গৃহহীন নয়। কুমিল্লা জেলা প্রশাসন ও বরুড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনি পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিজ গৃহ ও বাড়ি। তিনি এখন আশ্রয়ণ প্রকল্পের পাওয়া বাড়ির আঙ্গিনায় বিষমূক্ত ফলদ গাছের চারা রোপন করে উন্নতমানের আম, কাঠাল, কলার চাষাবাদে ব্যাস্ত। এখন স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনিতিতে অবদান রাখছে মানিকের ফসল। মানিকের সাথে কথা বলে জানা যায়, এক সময় পদ্মা নদীর ভাঙ্গনে ওনার ঘড় বাড়ি বিলিন হয়ে যায়। ভাসমান জীবনের অংশ হিসেবে যখন বরুড়া উপজেলায় অবস্থান করছিলেন ঠিক তখনই মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নিজের গৃহ ও জমি পায়।  এখন তিনি সরকারের কিছু চায় নাহ বরং তিনি এখন সরকারের উন্নয়নমুলক কাজে অংশ নিতে চায়।