• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ বরুড়া

আশ্রয়ণ প্রকল্পের লাল টিনের চালে, চাল কুমড়ো আর পুই লতাগুলো চিত্রপটে শিল্পীর আঁকা ছবির মতো।  এখানে আজ শিশুরা দলবলে খেলা করে, ধবল বক উড়ে যায় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর উঠানের উপর দিয়ে। যে শিশুদের থাকার ঘরই ছিলো না, আজ তারা স্কুলে যাচ্ছে, সুযোগ পাচ্ছে নির্মল বিনোদন চর্চার। যে শিশুরা পানি আনতে গেলে প্রতিবেশিরা তাড়িয়ে দিত, আজ সে শিশুরা নিজেদের আঙ্গিনায় জলকেলিতে মত্ত। “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এ যেনো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। আশ্রয়ণ প্রকল্পের শিশুরা বিদ্যুৎ, ওয়াইফাই সহ আধুনিক বাংলাদেশের সকল স্মার্ট সুবিধা পাচ্ছে।

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম: সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চীৎকারে। বরুড়া উপজেলায় ৩৭৭টি পরিবারের শিশুরা কবি সুকান্তের ছাড়পত্র কবিতার মত পেয়েছে নতুন আনন্দময় জীবনের ঠিকানা।