• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ বরুড়া

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বরুড়া উপজেলায় ভূমি ও গৃহ প্রাপ্তির মাধ্যমে পূনর্বাসিত হয়েছে ৩৭৭টি পরিবার। ছন্নছাড়া জীবনে তাদের এক সময় থাকতে হতো অন্য কোনো মানুষের আশ্রয়ে কিংবা খোলা আকাশের নিচে। বাড়ি ভাড়ার বকেয়া পরিশোধের সক্ষমতা না থাকায় তাদেরকে প্রতিনিয়ত সহ্য করতে হতো লাঞ্চনা। নানা কারণে তারা পরিবার স্বজন এবং সমাজের মূলধারা থেকে বিচ্যুত হয়েছিল। কিন্তু আনন্দের বিষয় হলো জীবনের কঠিনতম সময়ে স্বজনেরা পরিত্যাগ করলেও মাননীয় প্রধানমন্ত্রী আপন করে নিয়েছেন এসব ভাসমান ছিন্নমূল ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষদের। তাদের দিয়েছেন দুই শতক জমি ও একটি সুন্দর পাকা ঘর।

ভূমিহীন ও গৃহহীন এসব সুবিধাভোগীরা ভিটে মাটি ও পাকা ঘর পেয়ে তাদের উঠানে হাস মোরগ, গবাদি পশু পালন বৃক্ষরোপন ও সবজি উৎপাদনের মধ্যদিয়ে আধুনিক বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার প্রয়াস চালাচ্ছে। তারা ভূমি ও গৃহ পাওয়ার সাথে সাথে আধুনিক স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ উন্নত নাগরিক জীবনের সুযোগ পেয়ে একটি সম্ভাবনাময় শ্রেণীতে পরিণত হয়েছে। এখন তারা ভিক্ষা নয়, স্বাবলম্বি হতে প্রতিজ্ঞাবদ্ধ।