• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ নারায়ণগঞ্জ
  • উপজেলাঃ সোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে পশ্চিম দিকে মেঘনা নদীর তীর ঘেঁষে বড় বড় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে আমাদের গাড়ী এসে সোনারগাঁওয়ের ইসলামপুর এলাকায় থামে। বসন্তের এ সময়টাতে সূর্যরশ্মির উষ্ণতা কিছুটা চোখ রাঙালেও খুব যে তীব্র আকার ধারণ করেছে তা কিন্তু নয়।আমরা যখন মধ্যবয়সী আয়েশার ঘরের দাওয়ায় পা রেখেছি তখন বেলা ১২ টা ছুঁইছুই করছে। জানান দিয়ে না গেলোও সহাস্যে আমাদের ঘরে বসার আমন্ত্রণ জানালো সে। চোখেমুখে একরাশ প্রশান্তির স্পষ্ট ছায়া দেদীপ্যমান। মুখে না বললেও আয়েশার পরিতৃপ্ত মুখাবয়ব কারোই দৃষ্টি এড়ায় না। বারান্দা পেরিয়ে সুন্দর সাজানো গোছানো পরিপাটি কক্ষের একপাশে রাখা খাটের কোণে একটি সেলাই মেশিন । মাঝে মাঝে মেশিনের খটাখট শব্দে প্রতিবেশীদের ঘুম ভাঙে , তাতে তারা মনক্ষুন্ন হয়না বরং অনেকদিনের অভ্যাসে মেশিনের শব্দগুলো সুরের ঝর্ণাধারা হয়ে যেন ধরা দেয়। সামনের কক্ষটির পাকা দেয়ালে কয়েকটি আরবি ক্যালিগ্রাফি ঝুলছে যা দেয়ালের সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। আরেকটি কক্ষে সুন্দর একটি ড্রেসিং টেবিল শোভা পাচ্ছে। এ কক্ষের দেয়ালেও বিভিন্ন শৈল্পিক ফটোফ্রেম ঝুলানো রয়েছে। ছোট কক্ষটির দুটো জানালার পর্দাগুলো অসম্ভব সুন্দর। সুদৃশ্য খাটের উপর বিছানো বেডশীট ও জানালার পর্দার রংয়ের দারুন কম্বিনেশন চোখ এড়ায় না। রান্নাঘরের এক কোণায় বেসিন বসানো। পার্শ্ববর্তী ইন্ডাস্ট্রির ফেলে দেয়া টাইলস বসানো হয়েছে রান্নাঘরে । গ্যাসের চুলায় এখন রান্না হয় আয়েশার। ঘরের প্রতিটি কোণে অপূর্ব রুচির ছোঁয়া। এতক্ষণ পরিপূর্ণ নাগরিক সুবিধাসম্পন্ন একটি সুখী পরিবারের গল্প শুনলেন, তাই না? না, আয়েশার কপালে এতো সুখ কখনো ছিলো না। স্বামী দেলোয়ার মেঘনায় মাছ ধরে সংসার চালাতো। মাছ সে এখনো ধরে মেঘনায়। তবে একটি ঘটনায় তার যাপিত জীবন আমূল বদলে গেছে। আগে মাসিক চারহাজার টাকা জোগাড় করতেই শাপশাপান্ত ছিল জীবনটা। এখন আর ভাড়া লাগেনা তার। দুইশতক জমিসহ নিজের একটি ঘর হয়েছে আয়েশা-দেলোয়ারের। প্রতিশতক জমির মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আয়েশা-দেলোয়াররা কখনো স্বপ্নেও ভাবেনি এরকম শিল্প এলাকায় দুইশতক জমি কিনতে পারবে। তাদের জীবনে স্বপ্নপূরণের এক মহাকাব্যিক নাম শেখ হাসিনা ও তাঁর আশ্রয়ণ প্রকল্প। এইচএসসি পাশ কন্যা রোকসানার বিয়ে হলো কিছুদিন আগে। অপর দুইমেয়ে পড়ে মাদ্রাসায়। আয়েশাদের অনিশ্চিত দুঃখেভরা জীবনে সুখের নিশ্চিত ঠিকানা দিয়েছেন বলে আজ তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন বারবার।