• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ফেনী
  • উপজেলাঃ দাগনভূঞা
  • পৌরসভা/ইউনিয়নঃ জায়লস্কর

আম্বিয়া খাতুন, বয়স ৬৭ বছর ৩ ছেলে তারমধ্যে বিবাহিত ১ ছেলের পরিবারের ২ নাতী আর ২ নাতনী নিয়ে বসবাস করছেন দক্ষিণ জায়লস্কর আশ্রয়ণ প্রকল্পটিতে। আগে ইয়াকুবপুর ইউনিয়নের এতিমখানা বাজার সংলগ্ন ইয়াকুবপুর গ্রামের ভ‚ঞা বাড়ীতে  জনৈক মাওলা মিয়ার আশ্রয়ে থাকতেন। এ বাড়ি ও বাড়ি ঝি-আয়ার কাজ করে কোনরকমে জীবিকা নির্বাহ করতেন। এখন মাননীয়  প্রধানমন্ত্রী কর্তৃক উপহার স্বরূপ পাওয়া বসত ঘরকে নিয়ে তার সুখের অন্ত নেই। নিজে বার্ধক্যে পড়ে গেলেও দমে যান নি। ঘরের আঙিনায় নানা ধরণের সবজী চাষ করে নিজ পরিবারের খাদ্যের যোগান দেন আর উদ্বৃত্ত কিছু ফসল বিক্রি করেন পার্শ্ববর্তী লোকালয়ে। তার ছেলেও কাজ করছে বোতল ফ্যাক্টরিতে। এখন আর অন্যের বাড়িতে কাজ করে নয় নিজের বাড়িতে নিজের মত করে চলছেন ছেলে বউ আর নাতী-নাতনীদের নিয়ে। সংসারের যা আয় উপার্জন হয় তাই নিয়ে সুখে-শান্তিতে কাটাচ্ছেন জীবন। সরকারের দেয়া ঘর পেয়ে এখন কৃতজ্ঞ চিত্তে ফেলতে পারছেন প্রতিটি স্বস্তির নিঃস্বাস।