• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ফেনী
  • উপজেলাঃ দাগনভূঞা
  • পৌরসভা/ইউনিয়নঃ জায়লস্কর

জেবল হক (৬১), স্ত্রী- রেহানা আক্তার, গ্রাম- দক্ষিণ জায়লস্কর, জায়লস্কর ইউনিয়ন, ষাটোর্ধ্ব এ ব্যক্তি পেশায় একজন দিনমজুর, থাকতেন জায়লস্কর ইউনিয়নের মাছিমপুর গ্রামের অন্য ব্যক্তির আশ্রয়ে জরাজীর্ণ ছোট্ট কুড়েঘরে। অন্যের জমি বর্গা নিয়ে তাতে ফসল ফলিয়ে কোনরকমে জীবিকা নির্বাহ করতেন। স্থায়ী আবাসনের কোন ব্যবস্থা ছিলো না তার। তাই স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন কাটতো জেবল হকের। ভাগ্য সহায় হয়, পেয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার হিসেবে দেয়া একটি ঘর। এরপর আর বসে থাকেন নি তিনি। অনিশ্চিত ভবিষ্যৎ তার নিশ্চয়তার পথ ফিরে পায়। ফেনী ছোট নদীর কূল ঘেষা দক্ষিণ জায়লস্কর আবাসন প্রকল্পটি নতুনভাবে  মাটি ভরাট করে উপযোগী করে গড়ে তোলা হয়েছিল বিধায় প্রথমাবস্থায় গাছ-গাছালিহীন বিরান ভ‚মিই ছিলো। বরাদ্দ পাওয়া ঘর পেয়ে স্ত্রী সন্তান নিয়ে তখনো তিনি একাই থাকতেন আবাসনে। অন্যান্য পরিবারগুলো বসবাসের উদ্দেশ্যে আসার আগেই একক প্রচেষ্টায় গাছ লাগিয়ে আবাসনে সবুজের অস্তিত্ব জাগিয়ে তোলেন। নদীর কূলে পরিত্যক্ত জায়গায় তিনি বিভিন্ন রকমের শাক-সবজি ও ফলের গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েন। আপন করে নেয়া আবাসনে অন্যদের ব্যবহারের সুবিধার্থে নদীর কূলে অস্থায়ী ঘাটও নির্মাণ করে দেন। নিজের মত করে সাজিয়ে তুলছেন আবাসনের প্রতিটি নির্জীব প্রান্তকে। প্রাপ্ত ফসলের বিক্রয়ালব্ধ অর্থে পরিবর্তনের ছোঁয়ায় কাটছে তার ব্যস্ত সময়। একমাত্র কন্যা সন্তানকেও সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার অভিপ্রায় রয়েছে তার। সাক্ষাৎকারের এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানের প্রতি কৃতজ্ঞতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ফিরে আসার সময় তৃতীয় শ্রেণিতে পড়া তার কন্যার মুখে আমরা শুনতে পাই, ‘আমাদের গ্রাম’ কবিতাটি -

“ আমাদের ছোট গাঁয়ে, ছোট ছোট ঘর

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর...”