• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ ফেনী
  • উপজেলাঃ দাগনভূঞা
  • পৌরসভা/ইউনিয়নঃ সিন্দুরপুর
বিবি ফাতেমা, স্বামী- মৃত নজীর আহমেদ, গ্রাম- উত্তর নারায়ণপুর, ইউনিয়ন- সিন্দুরপুর, বিধবা ষাটোর্ধ্ব এ বৃদ্ধার একমাত্র ছেলেকে নিয়ে সংসার। স্বামী মারা যাওয়ার পর হতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে সংসার চালাতেন তিনি। মাথা গোঁজার কোন ঠাঁইও ছিলো না তার। কিন্তু এ বয়সেও হাল ছাড়েন নি। গ্রামে-গঞ্জে ঘুরে-ফিরে মানুষের কাছে খবর পান মাননীয় প্রধানমন্ত্রী দরিদ্র, অবহেলিত, ভিটে-মাটিহীন মানুষদের জায়গাসহ ঘর উপহার দিচ্ছেন। কাল বিলম্ব না করে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে নিজের নাম তুলিয়ে নেন তালিকায়। সরকারি প্রক্রিয়ায় স্থায়ী আবাসনের ব্যবস্থা হয় তার। এখন নিশ্চিন্তে কাটান সময়। শীতল পাটি তৈরি আর আঙিনায় কিছু শাক-সবজী চাষ করেন তিনি। তার তৈরি করা শীতল পাটি আর আবাদ করা শাক-সবজী প্রায়ই আবাসনের একেবারে নিকটবর্তী সিন্দুরপুর বাজারে বিক্রি করে আর্থিক উন্নয়নে সচল রেখেছেন নিজেকে।একমাত্র ছেলেটিও তার অটোরিক্সা চালিয়ে আয় উপার্জন করছে। এখন আর অন্যের দরজায় হাত পাততে হয়না তাদের। ভাগ্য ফেরানোর এ প্রক্রিয়ায় ভ‚মিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা এ বৃদ্ধার চোখে এখন ঘরে পুত্রবধূ আর নাতী-নাতনী নিয়ে জীবনের শেষ সময়গুলো আনন্দে কাটানোর স্বপ্ন।