• বিভাগঃ রংপুর
  • জেলাঃ লালমনিরহাট
  • উপজেলাঃ লালমনিরহাট সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ গোকুন্ডা

নাম : জাহানারা বেগম, বয়স-৫০ বছর, স্বামীর নাম : মৃত- আতিকুল ইসলাম, সন্তান : ছেলে-০৩ জন ও মেয়ে-০১ জন,

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা পাড়ের বাসিন্দা। স্বামীর অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েন তিনি। ৪ ছেলে-মেয়ে নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। তিস্তা নদীর ভাঙ্গনে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আশ্রয় হয় নদীর ধারের চর এলাকায়। অন্যের বাড়িতে কাজকর্ম করে সংসার চলতো। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমিসহ সেমি পাকাঘরে নিরাপদে বসবাস শুরু করেন তিনি। বদলে যেতে থাকে তার জীবনযাত্রা। শুরু করেন ছোট আকারে ছোট পরিসরে শুঁটকি মাছের ব্যবসা। ঝুড়িতে করে গ্রামে গিয়ে শুঁটকি বিক্রি করেন। তাছাড়া আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা জায়গায় সবজি চাষ করেন। এতে করে যা আয় হয় তা দিয়ে সুন্দরভাবে সংসার খরচ করে কিছু উদ্বৃত্ত থাকে। সচ্ছলতা ফিরে আসে সংসারে। ঘুচে যেতে থাকে মনের কষ্ট-বেদনা। ঘুরে দাঁড়াতে শুরু করেন তিনি। বিনামূল্যে পেয়েছেন বিদ্যুৎ সংযোগ। ব্যবহারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনেছেন। জাহানারা বেগম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, পূর্বে ছেলে-মেয়ে নিয়ে ভীষণ অসহায় জীবন-যাপন করেছিলাম। এখন আমি সচ্ছলভাবে জীবন-যাপন করছি। বর্তমানে আমার সুখের সীমা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আমি খুবই আনন্দিত। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমি মঙ্গল কামনা করছি।