• বিভাগঃ রংপুর
  • জেলাঃ রংপুর
  • উপজেলাঃ কাউনিয়া

স্বপ্ন যখন সত্যি হল! কিছুদিন আগেও যে স্বপ্ন তার পরিবারের কাছে ছিল শুধুই কল্পনা, আজ তার সফল বাস্তবায়ন হয়েছে মুজিববর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ০২ শতক জমি সহ একটি দুই রুমের সেমিপাকা ঘর পেয়ে। উপজেলার সন্নিকটে সদর ইউনিয়নের মধ্যে রাস্তার পাশে প্রায় এক লক্ষ টাকা মূল্যের জমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে শেফালীর পরিবারের ভাগ্য এখন বদলে গেছে। নতুন ঠিকানা, স্থায়ী নিবাস আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় পেয়েছেন উন্নত জীবনযাপনের সুযোগ। সংসারের কাজের পাশাপাশি শেফালী সেলাই মেশিনের কাজ করেন। এছাড়া ছাগল, হাঁসমুরগি পালন করে পরিবারের আর্থিক সচ্ছলতা আনার চেষ্টা করছেন। দুইজনের উপার্জনের ফলে তাদের পরিবারে আর্থিক সক্ষমতা তৈরি হয়েছে, লেগেছে সুখের ছোঁয়া। শেফালী এখন গ্যাসের চুলায় রান্না করেন, বিনোদনের জন্য কিনেছেন টেলিভিশন। বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন সবজি ফুলের বাগান। বড় মেয়ে ৯ম শ্রেণিতে আর ছোট মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশুনা করে। মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান। স্বপ্ন পূরণের গল্প বলতে গিয়ে পূরণের সিক্ত পূরণের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যিনি তাদের মত সহায় সম্বলহীন ভূমিহীনদের মাথা গোঁজার নতুন ঠিকানা দিয়েছেন। দিয়েছেন নতুন পরিচয়।