• বিভাগঃ খুলনা
  • জেলাঃ বাগেরহাট
  • উপজেলাঃ রামপাল
  • পৌরসভা/ইউনিয়নঃ গৌরম্ভা

সহায় সম্বলহীন মোঃ আলামিন তার স্ত্রী ও এক পুত্র নিয়ে  দিনমজুরি করে দিন পার করছিলেন। নদীর কিনারায় কোনোভাবে একটি ঝুপড়ি ঘর তৈরী করে বসবাস করছিলেন। দিনের অতি সামান্য আয় দিয়ে স্ত্রী ও পুত্রের অন্ন সংস্থান করার পর একটা ঘরের স্বপ্ন তার কাছে নিতান্তই বিলাসিতা ছিল। এমন সময়ে মোঃ আলামিন এর পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন ২ প্রকল্প। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আশ্রয়ন প্রকল্প থেকে মোঃ আলামিন বরাদ্দ পান ২ শতক খাস জমিসহ একটি সেমি পাকা ঘর যার বর্তমান বাজার মূল্য ৩,০০,০০০ টাকা প্রায় এবং এখান থেকেই মূলত তার বদলে যাওয়ার গল্প শুরু। বাড়ির সামনের জায়গায় উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় শুরু করেন অর্গানিক সবজি চাষ। লাউ, কুমড়া, লেটুস, কপি, ব্রুকলি প্রভৃতি সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। অল্প কিছু টাকা যোগাড় করে কাঠের আসবাবপত্র তৈরীর যন্ত্রাপতি কিনে আনেন। সেগুলো দিয়ে তিনি কাঠের ছোট আসবাব পত্র তৈরী করা শুরু করেন ও স্থানীয়দের কাছে বিক্রি করা শুরু করেন। সেই সাথে, বাড়ির সামনেই একটি চায়ের দোকান দেন। সেখানেও প্রতিদিন একটি উল্লেখযোগ্য আয় হচ্ছে বলে তিনি জানান। একই সাথে তিনি ১৫ টি হাঁস মুরগী, ২ টি ছাগল পালন করছেন। সবজি, হাঁস মুরগির ডিম, হাঁস মুরগির মাংস, ছাগল এর দুধ ও মাংস দিয়ে তিনি ঘরের প্রয়োজন মিটিয়ে স্থানীয় বাজারেও বিক্রি করছেন। আশ্রয়ন প্রকল্প থেকে প্রাপ্ত ঘরের মাধ্যমে একটি স্থায়ী ঠিকানা হওয়ায় এটি সম্ভব হয়েছে। আগে যেখানে মাথা গোজারই ঠাই ছিল না, সেখানে এখন এই জায়গা থেকে তিনটি মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।