• বিভাগঃ রংপুর
  • জেলাঃ ঠাকুরগাঁও
  • উপজেলাঃ ঠাকুরগাঁও সদর

লাকী, বয়স: ৩৩, স্বামী: মো; আল আমিন, সাং: কহরপাড়া, নারগুন, উপজেলা: ঠাকুরগাঁও সদর, জেলা: ঠাকুরগাঁও। ৪(চার) ছেলে এবং স্বামীসহ পরিবারের মোট সদস্য সংখ্যা ০৬ (ছয়) জন।

স্বামী আর ৪(চার) ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি অন্যের বাসায় কাজ করতেন আর তার স্বামী হোটেলে কাজ করতেন। দুজনে মিলে যা আয় করতেন, তা দিয়ে বাজার-খরচ ও সন্তানদের পড়াশোনার খরচ চালানোর পর আর কিছুই অবশিষ্ট থাকত না। তাই প্রতিমাসেই বাড়ি ভাড়া দিতে অনেক কষ্ট হত। তাদের প্রায়ই বাড়ির মালিকের কাছে কথা শুনতে হত।

মুজিববর্ষ উপলক্ষ্যে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে ২ শতক জমিসহ ১টি ঘর পেয়েছেন। তাদের বাড়িটি নারগুন ইউনিয়ন পরিষদ এবং নারগুন ইউনিয়ন ভূমি অফিসের খুব কাছে অবস্থিত। তাদের বাড়ি থেকে ছোট খোচাবাড়ি হাট এবং বড় খোচাবাড়ি হাটের দূরত্ব খুব কম হওয়ায় সহজেই যাতায়াত করতে পারেন। সবচেয়ে বড়কথা তাদের নিজের একটি ঘর হয়েছে।এখন তারা অনেক ভালো আছেন।

আমি প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমিসহ ১টি ঘর পেয়েছি। আমি আগে ভাড়া বাড়িতে থাকতাম। এখন নিজের একটি ঘর পেয়েছি। আমি এখন পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি যেন প্রধানমন্ত্রী সবসময় ভালো থাকে