• বিভাগঃ রংপুর
  • জেলাঃ ঠাকুরগাঁও
  • উপজেলাঃ ঠাকুরগাঁও সদর

জুলেখা আক্তার, বয়স: ২৭, স্বামী: মো. ইসমাইল হোসেন, সাং: শাপলা, নারগুন, উপজেলা: ঠাকুরগাঁও সদর, জেলা: ঠাকুরগাঁও। ১(এক) মেয়ে এবং স্বামী সহ পরিবারের মোট সদস্য সংখ্যা ০৩ (তিন) জন। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়ার খরচ চালাইতে না পারায় তার বাবা তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। তার স্বামীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ ছিল। পরিবারের সদস্য সংখ্যা বেশী থাকায় স্বামী এবং ১(এক) মেয়েকে নিয়ে তিনি তার বাবার বাড়িতে কষ্ট করে থাকতেন। মুজিববর্ষ উপলক্ষ্যে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে ২ শতক জমিসহ ১টি ঘর পেয়েছেন। তার স্বামী দিন মজুরের কাজ করেন। তাদের বাড়ি থেকে ঠাকুরগাঁও জেলা শহরের দূরত্ব খুব কম হওয়ায় তার স্বামী প্রতিদিনই শহরে কাজ করতে যেতে পারে। এখন নিজের ঘরে থাকতে পারেন। তাদের নিজের একটি ঘর হয়েছে। তারা অনেক খুশি। আমরা প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমিসহ ১টি ঘর পেয়েছি। স্বামীর বাড়ি না থাকায় আমরা আগে আমার বাবার বাড়িতে থাকতাম। এখন নিজের ঘরে থাকি। আমরা এখন অনেক ভালো আছি। আল্লাহ সবার ভালো করুক।