• বিভাগঃ রংপুর
  • জেলাঃ নীলফামারী
  • উপজেলাঃ সৈয়দপুর

তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আশ্রয়ণ প্রকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ০২ শতক জমি সহ আধাপাকা ঘর পান। স্ত্রী, সন্তানসহ এখন উপহার প্রাপ্ত ঘরে থাকেন। সৈয়দপুর উপজেলা হতে রংপুর গামী জাতীয় মহাসড়কের পাশে সম্পত্তির বাজার মূল্য প্রায় ৬০০০০০/-(ছয় লক্ষ) টাকা। এক সময় ঘর ভাড়া অসুস্থ সন্তানের চিন্তায় পাগলপ্রায় থাকত, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারকৃত ঘর পেয়ে সেই সুমনকে দেখলাম চিন্তামুক্ত।সুমনের মনোবল ফিরে এসেছে, এখন আর তাকে ঘর ভাড়া অসুস্থ সন্তানের চিকিৎসার খরচের চিন্তা করতে হয় না। মনোবল ফিরে পেয়ে সুমন এনজিও হতে ঋণ গ্রহণ নিয়ে অটো ক্রয় করেছেন। প্রতিদিন খরচ বাদ দিয়ে প্রায় ৫০০/৬০০ টাকা আয় হয়। সাপ্তাহিক কিস্তি, সংসারের খরচ, সন্তানের লেখাপড়া চিকিৎসার খরচ বাদে প্রতি মাসে কিছু টাকা আয় হয়। সুমন এখন দু সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছে। সন্তানদের মানুষের মত মানুষ করবেন, যেন তারা বুদ্ধি প্রতিবন্ধী ভাইয়ের কষ্ট লাঘব করতে পারে। এই সব কিছুর জন্য সুমন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এই ঘর না পেলে আজ সুমন এই অবস্থায় আসত না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।