• বিভাগঃ বরিশাল
  • জেলাঃ পিরোজপুর
  • উপজেলাঃ নাজিরপুর
  • পৌরসভা/ইউনিয়নঃ মাটিভাংগা

ডালিয়া (৩৩) স্বামীর নামঃ  শামীম ফরাজী ।  ডালিয়ার বাবা মারা গেছেন । ডালিয়ারা দুই বোন আরেক বোন হোগলাবুনিয়া থাকেন । উপকারভোগীর পূর্বের অবস্থান  কেমন ছিলেনঃ  ডালিয়ার বাবা অনেক আগেই মারা গেছেন। তিনি আগে মায়ের সাথে খাস জায়গায় ছাপড়া দিয়ে স্বামীসহ থাকতেন।  শ্বশুর বাড়ীতে তাদের থাকার জায়গা ছিলনা। তার দুই ননদ প্রতিবন্ধী ও ২ দেবর ছিল। স্বশুর দিনমজুর। ফলে তাদের থাকতে খুবই কষ্ট হতো। উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার  মূল্যঃ ৩,০০,০০০/-ঘর পেয়ে তিনি/তাঁর পরিবার বর্তমান কেমন আছেনঃ  তিনি ঘর পেয়ে  বর্তমানে খুবই ভালো আছেন । তার স্বামী মোটর সাইকেল ভাড়ায় চালান, তার মাসিক আয় প্রায় ৭,০০০/- টাকা। তার ০২ ছেলে   ১ম সমত্মান তামিম (৮) নুরানী মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ে এবং ২য় সমত্মান রাফির ৫ বছর । ডালিয়ার মা তাদের সাথেই থাকেন। ঘর পেয়ে তার জীবন যাত্রার মান উন্নত হয়েছে। ঘরের সামনে তিনি শাক-সব্জি চাষ করেন। তিনি হাস-মুরগি পালন করেন।