• বিভাগঃ রংপুর
  • জেলাঃ ঠাকুরগাঁও
  • উপজেলাঃ ঠাকুরগাঁও সদর

কুলসুম বেগম, বয়স: ৩৯, পিতা: পশির উদ্দীন, সাং: নারগুন, উপজেলা: ঠাকুরগাঁও সদর, জেলা: ঠাকুরগাঁও। ১(এক) ছেলে এবং ১(এক) মেয়েসহ পরিবারের মোট সদস্য সংখ্যা ০৩(তিন) জন। ০২টি সন্তান হওয়ার কয়েক বছর পর স্বামী তাকে ছেড়ে দেন। তখন তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান। সেখানে অনেক কষ্ট করে চলতেন। সেখানে তাকে বিভিন্নভাবে কথা শুনতে হত। তারপরও তিনি মাঠে কাজ করে দিন পার করতেন। মুজিব বর্ষ উপলক্ষ্যে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে ২ শতক জমিসহ ১টি ঘর পেয়েছেন। তার বাড়িটি নারগুন ইউনিয়ন পরিষদ এবং নারগুন ইউনিয়ন ভূমি অফিসের খুব কাছে অবস্থিত। তার বাড়ি থেকে ছোট খোচাবাড়ি হাট এবং বড় খোচাবাড়ি হাটের দূরত্ব খুব কম হওয়ায় সহজেই যাতায়াত করতে পারেন। আশেপাশে অনেক ক্ষেত খামার থাকায় তিনি প্রতিদিনই কাজ পান এবং দিনমজুর করে যে টাকা পান তা দিয়ে ২(দুই) সন্তানকে নিয়ে অনেক ভালো আছেন। আমি প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমি সহ ১টি ঘর পেয়েছি। আমি স্বামী পরিত্যাক্তা হওয়ার কারণে এতদিন বাবার বাড়িতে অনেক কষ্টে দিন পার করতাম। আমি এখন নিজের ঘরে থাকি। আমি এখন অনেক ভালো আছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রধানমন্ত্রী সবসময় ভালো থাকে।