
- বিভাগঃ রাজশাহী
- জেলাঃ রাজশাহী
- উপজেলাঃ তানোর
শ্রী কানাই চন্দ্র দাস, বয়সঃ ৪৯ বছর, স্ত্রীঃ জোৎসণা রানী, পিতা: যতিন চন্দ্র দাস। তাঁর পরিবারে ০৩(তিন) মেয়ে সমত্মান আছে। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর কোন বসবাসের জায়গা ছিল না। তিনি অন্যের জায়গায় জরাজীর্ন বাড়ীতে স্ত্রী, সন্তানসহ বাস করতেন
জিববর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তাঁর থাকার
জায়গা হয়েছে। তিনি বিদ্যুৎ ও পানির সুবিধা পেয়েছেন। স্থানীয় গ্রোথ সেন্টারের
কাছা-কাছি হওয়ায় চা ও মিষ্টির দোকান দিয়েছেন ফলে আর্থিক সঙ্গতি বেড়েছে। ঘরে
স্বচ্ছলতা ফিরেছে। ইতিমধ্যে তাঁর এক মেয়ে সমত্মানকে বিবাহ দিয়েছে। আরো দুই সমত্মান
বর্তমানে স্কুলে লেখাপড়া করছে। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছে। তিনি ঘর
পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ
করেছেন।