• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ সিরাজগঞ্জ
  • উপজেলাঃ সিরাজগঞ্জ সদর

মো. শাহনেওয়াজ সরকার, বয়স ৫৫ বছর । স্ত্রী মঞ্জুয়ারা বেগম ও ১ ছেলে নিয়েই তাদের ছোট সংসার । ছেলেটি তার বাবার সাথে ছোট ব্যবসার কাজে জড়িত। উপকারভোগী মো. শাহনেওয়াজ সরকার ও তার স্ত্রী মুঞ্জুয়ারা বেগম মুজিববর্ষ উপলক্ষ্যে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার পূর্বে শৈলা বাড়ি খোকশাবাড়ী এলাকায় অন্যের জায়গায় ছোট একটি ঘরে জরাজীর্ণ অবস্থায় বসবাস করতেন। উপকারভোগী বাজারে বাজারে ফেরি করে ব্যবসা করতো তাতে তাদের সংসার পরিচালনা করা কষ্টসাধ্য ছিল । অসহায় জীবন যাপনই ছিল তাদের নিত্য দিনের সঙ্গী। নিজের থাকার মত একটি মাথা গোজার ঠাঁয় ছিল না তাদের। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়হীন মো. শাহনেওয়াজকে স্থায়ীভাবে বসবাসের জন্য ২ শতক জমিসহ ১টি সেমি পাকা ঘর উপহার দেন। যেখানে ২ শতক জমির বর্তমান বাজার মূল্য ২,০০০০০/- ( দুই লক্ষ) টাকা । বর্তমানে উপকারভোগী তার থাকার ঘরের বারান্দায় ১টি মুদিখানা দোকান পরিচালনা করেন। সেখান থেকে তাদের দৈনিক আয় গড়ে ৫০০/- পাঁচ শত) টাকা এবং সপ্তাহে ৪দিন হাটে বাজারে ফেরি করে ব্যবসা পরিচালনা করেন সেখান থেকেও মাসে গড়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা ইনকাম করেন। সব মিলে মাসে শাহনেওয়াজ সরকারের আয় ১৫,০০০ থেকে ২০,০০০ ( পনেরো থেকে বিশ হাজার) টাকা । এভাবেই বদলে যাচ্ছে মো. শাহনেওয়াজ সরকারের জীবন যাত্রা । উপকারভোগী ঘর পেয়ে বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে খুব সুখেই জীবন যাপন করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।