
- বিভাগঃ ঢাকা
- জেলাঃ গাজীপুর
- উপজেলাঃ কালীগঞ্জ
আশ্রয়ণ প্রকল্পে স্থায়ীভাবে ঘর পেয়ে তিনি আবেগে আপ্লুত এবং বর্তমানে নার্গিস তার পরিবার নিয়ে সেখানে নিশ্চিতে বসবাস করছে । গৃহ পরিচালিকার কাজ ছেড়ে দিয়ে পিঠা তৈরির ব্যবসাটাকে বড় পরিসরে করছেন । তিনি পরিচ্ছন্ন পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরে বসেই তৈরি করছেন পিঠা এবং বিকালে সেই পিঠা বিক্রয় করছেন । ঘর ভাড়া বাবদ যে খরচ হতো সেটা এখন আর হচ্ছে না ব্যবসার পুরো টাকায় তার সংসারের কাজে লাগছে । এভাবে তার সংসারে সচ্ছলতা এসেছে । বদলে গেছে নার্গিসের জীবনমান । তার চোখে মুখে এখন শুধুই প্রশান্তির ছোঁয়া ।