প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৩

চতুর্থ ধাপে পাবনার সুজানগরে আরও ৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জমি ও ঘর পেয়ে ভীষণ খুশি। বিশেষ করে ভূমিহীনের গ্লানি মুছে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার তাদের চোখে মুখে আনন্দের হাসি দেখা দিয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ধীন আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় তাদের ২শতাংশ নিষ্কণ্টক জমি ও দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ওই ঘর প্রদান করা হয়। সেই সঙ্গে তাদের ওই ঘরে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার সুবিধা ছাড়াও আরও রয়েছে রান্না, বাথ রুম এবং নিরাপদ ও সুপেয় পানি পানের ব্যবস্থা। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে একইভাবে উপজেলার বিভিন্ন গ্রামে আরও ৯৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ওই জমি ও ঘর প্রদান করা হয়। সর্ব শেষ চতুর্থ ধাপে জমি ও ঘর পাওয়া ভায়না আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবদুর রশিদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ওই ঘর পাওয়ার আগে আমরা ছিলাম ভাসমান ছিন্নমূল মানুষ। কোথাও আমাদের স্থায়ীভাবে মাথা গোঁজার ঠিকানা ছিলনা। সে সময় আমরা কখনও মুজিব বাঁধের পাশে আবার কখনও আত্মীয়-স্বজনের বাড়িতে যাযাবরের ন্যায় মানবেতর জীবন যাপন করতাম। কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ওই জমি ও ঘর পাওয়ায় আমাদের দুর্বিষহ যাযাবর জীবনের অবসান ঘটেছে। শুধু তাই নয়, এখন আমরা আমাদের সন্তানাদিকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করানোরও সুযোগ পাবো। একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন এতোদিন জীবনের কোন স্থায়ী ঠিকানা না থাকায় কোন কাজ কর্মে মনোযোগ দিতে পারি নাই। এখন স্থায়ী ঠিকানা হয়েছে আশা করি ব্যবসা বাণিজ্য করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবো।

সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন চতুর্থ দফায় ওই ৯৩টি পরিবার প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে একদিকে গৃহহীন ও ভূমিহীনের অভিশাপ মুক্ত হয়েছেন, অন্যদিকে তাদের জীবন থেকে অনিশ্চিয়তার অন্ধকার দূর হয়ে আশার আলো জে¦লে উঠেছে। সত্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুখী ছিন্নমূল ভূমিহীন মানুষের আশ্রয়স্থল।