• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ চান্দিনা
  • পৌরসভা/ইউনিয়নঃ বাড়েরা

উপকারভোগীর পূর্বের অবস্থা:   উপকারভোগী পূর্বে অত্র উপজেলার বাড়েরা ইউনিয়নে বাড়েরা গ্রামে ভাড়ায় থাকতেন। পূর্বে বাড়েরা বাজার সংলগ্ন ভাড়ায় থাকতেন। তাহার স্বামী ও ১ কন্যা সন্তান সহ এক রুমে ঘরে প্রতি মাসে ১০০০/- টাকা ভাড়া দিতেন। উপকারভোগী কামাল হোসেন গাছ কাটার দিনমজুর ছিলেন। বাড়ি করার জন্য কোন জায়গা ছিল না এবং উপার্জনের মাধ্যমে কোন জমি ক্রয় করে ঘর নির্মাণ করা অসম্ভব ছিল।  

ঘর পেয়ে তিনি /তাঁর পরিবার বর্তমানে কেমন আছেন / বর্তমান অবস্থা:  উপকারভোগী কামাল হোসেন গাছকাটার কাটার দিনমজুর কাজ করেন। উপকারভোগীর স্ত্রী পারুল আক্তার সরকারী রাস্তায় মাটি কাটার দৈনিক মজুরীতে ৩ বছর চুক্তিতে কাজ করেন। বর্তমানে হাঁসমুরগী পালন ও সবজি চাষ করেন। ভবিষ্যতে একটি গরু পালন করার ইচ্ছে পোষন করেন। বর্তমান জীবনযাত্রা পূর্বে থেকে সচ্ছল হয়েছে এবং ঘরসহ ভূমি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কাছে চিরকৃতজ্ঞ রয়েছেন।