• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মেহেরপুর
  • উপজেলাঃ গাংনী
  • পৌরসভা/ইউনিয়নঃ ধানখোলা

“মোছাঃ ময়না খাতুন” বয়স (৪০) স্বামী মোহাম্মদ আয়নাল হক গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তাদের এক ছেলে ও এক মেয়ে।  তারা দুজনেই প্রাথমিক স্কুলে পড়ে। স্ত্রী ছাগল ও মুরগি পালন করে। স্বামী দিনমজুর, কোন মতে সংসার চলে তাদের। নেই নিজের জায়গা জমি। অভাবে কিনতে পারিনি জমি করতে পারিনি  ঘর । টিনের ভাঙ্গা গাছেরা বেড়ার ঘরে বসবাস। ছেলেমেয়ে স্কুল থেকে এসে বাবা মায়ের গলা জড়িয়ে ধরে বলতো, বাবা সকলের পাকা বাড়ি গাছ আছে। আমাদের একটা পাকা বাড়ি করতে পারো না। ছেলে মেয়ের আবদার যেন বাবা মায়ের কাছে এক আসমান ভারী। কোন উত্তরই ছিল তাদের কাছে।


২০২১ সালের মুজিব শতবর্ষ উপলক্ষে জমি ও ঘরের জন্য আবেদন করি ইউএনও স্যারের কাছে। তিনি আমার বিষয়ে অনেক খোঁজখবর নিয়ে আমাকে জমি ও ঘর প্রদানের আশ্বাস দেন । কয়েক মাস আগে আশ্রয়ন-২ প্রকল্পের ২ শতক জমি ও একটি সেমি পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন। আমি এখন আনন্দে দিনযাপন করছি। কখনো কল্পনা করতে পারিনি আমি জমি ও বাড়ির মালিক হব। দুই শতক জমি ও ঘরের মূল্য অন্তত 5 লাখ টাকা।  সারা জীবন চেষ্টা করেও এতগুলো টাকা যোগাড় করতে পারতাম না। শেখ হাসিনার সরকার আমার এবং আমাদের ছেলে মেয়েদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছেন। শেখ হাসিনার এই উপহার আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।