• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মেহেরপুর
  • উপজেলাঃ গাংনী
  • পৌরসভা/ইউনিয়নঃ ধানখোলা

মোছাঃ পাপিয়া খাতুন, এক সময় থাকতেন রাস্তার পাশে। না ছিল থাকার জায়গা, না ছিল খাবারের সংস্থান, ছেলে পড়ে অষ্টম শ্রেণীতে মেয়ে পড়ে চতুর্থ শ্রেণীতে। স্বামী স্ত্রী দুজনেই করেন দিনমজুরের কাজ। পিতা-মাতার জমি জমা না থাকায় রাস্তার পাশে বাঁশের চাটাই আর পাটকাঠির উপর পলিথিনের সামনে দিয়ে কোনরকম মাথা গুজেছে। ছেলেমেয়ে নিয়ে জীবন যাপন করা ছাড়া কোন উপায় ছিল না তাদের । দিনমজুরের কাজ করে উপার্জিত অর্থের চারজনের জন্য তিন বেলা ভাতের ব্যবস্থা করতে সব টাকা ফুরিয়ে যেত। ঘর বাঁধার ইচ্ছা থাকলেও সামর্থ্য ছিল না ইচ্ছে থাকলেও সংসার চালিয়ে টাকা জমা করতে না পারায় নিজেদের ভাগ্য বদলাতে পারেননি।

এতক্ষণ বলছিলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের পাপিয়া ও রাশিদুল দম্পতি দম্পতির কথা ।দিনমজুর রাশিদুল ইসলাম ও পাপিয়া দম্পতির এই মানবিক জীবন যাপন দেখে মানবিক বিবেচনায় মুজিববর্ষের জমি ও ঘরের জন্য আবেদন করতে পরামর্শ দেন স্থানীয়রা। আবেদন করে পাপিয়া ও রাশিদুল দম্পত্তি পেয়েছেন দুই শতক জমি ও সেমি পাকা বাড়ি। পাপিয়াকে দেওয়া জমির মূল্য দুই লক্ষ টাকা এবং বাড়ির মূল্য 2 লক্ষ টাকা। বৈদ্যুতিক সুবিধা দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে। বর্তমান সরকারের দেওয়া আশ্রয়ন-২ প্রকল্পের ঘরে আনন্দের সাথে তারা বসবাস করছেন ।