• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ নেত্রকোণা
  • উপজেলাঃ মদন
  • পৌরসভা/ইউনিয়নঃ মদন

বদলে যাওয়ার গল্প

 

জেলা-নেত্রকোনা

উপজেলা-মদন

উপকারভোগীর নামঃ মোসাঃ জামেনা খাতুন

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নামঃ মদন দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প

 

             মোসাঃ জামেনা খাতুন , বয়সঃ 40, স্বামীঃ ফারুক আহম্মেদ ০৩ বছর বয়সী তার একটি ছেলে রয়েছে তার কোন জমি বা ঘর ছিলো না তিনি এবং তার স্বামী ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন দুজনের আয়ের বাড়ি ভাড়া দিয়ে দৈনন্দিন খরচ মিটিয়ে ঢাকা শহরে টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ে পরবর্তীতে মোসাঃ জামেনা খাতুন গ্রামে চলে আসে এবং অতি কষ্টে জীবনযাপন করতে থাকে

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার 2 শতক জমি (যার বর্তমান বাজার মূল্যঃ ,০০,০০০.০০ টাকা) সহ একটি সেমিপাকা ঘর বরাদ্দ পেয়ে তার জীবনের মোড় ঘুরে যায় এখন তিনি নিজের বাড়িতে থাকেন প্রতিদিন সকালে ৩০ জন ছাত্র-ছাত্রীকে আরবি শিক্ষা প্রদান করে এবং সেলাইয়ের কাজ করে মাসে ৭০০০.০০ টাকা আয় করেন এখন আর বাড়ি ভাড়া বাবদ তাকে কোন টাকা খরচ করতে হয়না দৈনন্দিন খরচের ব্যয় মিটানোর পরেও কিছু টাকা তার ছেলের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করেন

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণের ঘর পেয়ে তিনি আনন্দিত তিনি অত্যান্ত আবেগতাড়িত হয়ে পড়েন এই বলে যে, আজ তার ছেলের একটি মাথা গুঁজার ঠাঁই হয়েছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারের জন্য অন্তর থেকে দোয়া মঙ্গল কামনা করেন