• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ শেরপুর
  • উপজেলাঃ নকলা
  • পৌরসভা/ইউনিয়নঃ নকলা

বদলে যাওয়ার গল্প

জেলা: শেরপুর

উপজেলা: নকলা

উপকারভোগীর আশ্রয়ণ প্রকল্পের নাম: আশ্রয়ণ-২, ছত্রকোণা, নকলা, শেরপুর।



 
 

 


১. উপকারভোগীর বর্ণনা: মো: সুরুজ মিয়া(৩৫), স্ত্রী- শাহানাজ পারভীন(২৫), সন্তান:- ৩ জন; ক) মোছা: সুমি খাতুন, 

    খ) মোছা: সুচিতা খাতুন, গ) মো: সালমান মিয়া;

 

২. উপকারভোগী পূর্বের অবস্থায় কেমন ছিলেন ( মুজিববর্ষ উপলক্ষে ২ শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে উপকারভোগী কেমন ছিল তার সংক্ষিপ্ত বর্ণনা): উপকারভোগীর পূর্বে নিজের কোন ঘর ছিল না, অন্যের বাড়িতে থাকতেন।

 

৩. উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য: বর্তমান বাজার মূল্য-৮০,০০০(আশি হাজার)

    টাকা।

 

৪. ঘর পেয়ে তিনি/তাঁর পরিবার বর্তমানে  কেমন আছেন ( ঘর পাওয়ার পর উপকারভোগীর কর্ম/পেশায় অর্থ্যাৎ জীবনধারণে উল্লেখযোগ্য কী পরিবর্তন এসেছে, বিশেষ করে আর্থিকভাবে ও সামাজিকভাবে, তার সংক্ষিপ্ত বর্ণনা):

Ø উপকারভোগী গ্রোথ সেন্টারের কাছাকাছি ঘর পাওয়ায় বর্তমানে উপজেলা শহরে রিক্সা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং সন্তানদেরকে স্কুলে ভর্তি করিয়েছেন।

 

৫. উপকারভোগীর ভাল রেজুলেশন ও ভাল প্রজেকশনের কমপক্ষে ৫ টি ছবি: